Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প(৬৪ জেলা)
বিস্তারিত

বর্তমান বিশ্বে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। বাংলাদেশের অর্ধেক জনগোষ্টী নারী। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহন ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত।সে লক্ষ্যে দেশের শিক্ষিত বেকার মহিলাদের কম্পিউটার এবং অথ্য ও যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যেক্তা সৃষ্টির লক্ষ্যে " জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প(৬৪ জেলা)" গৃহীত হয়েছে।প্রকল্পের আওয়াতায় শিক্ষিত বেকার মহিলারা প্রশিক্ষণ গ্রহন পুর্বক কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের আত্ম কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এছাড়া প্রকল্পটি উদ্যাক্তা সৃষ্টি ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মেয়েদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন্সহ ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে। বাংলাদেশ সরকারের অর্থে দেশের মোট ৬৪টি জেলায় এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প শুরু
01/06/2014
প্রকল্পের ধরণ
অন্যান্য
label.Details.title

বর্তমান বিশ্বে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। বাংলাদেশের অর্ধেক জনগোষ্টী নারী। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহন ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত।সে লক্ষ্যে দেশের শিক্ষিত বেকার মহিলাদের কম্পিউটার এবং অথ্য ও যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যেক্তা সৃষ্টির লক্ষ্যে " জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প(৬৪ জেলা)" গৃহীত হয়েছে।প্রকল্পের আওয়াতায় শিক্ষিত বেকার মহিলারা প্রশিক্ষণ গ্রহন পুর্বক কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের আত্ম কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এছাড়া প্রকল্পটি উদ্যাক্তা সৃষ্টি ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মেয়েদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন্সহ ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে। বাংলাদেশ সরকারের অর্থে দেশের মোট ৬৪টি জেলায় এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

কাজের বর্ননা

১। জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প(৬৪ জেলা)।

          প্রকল্পের উদ্দেশ্যঃ

  • শিক্ষিত বেকার মহিলাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর করে উদ্যাক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা।
  • সর্বশেষ প্রযুক্তি ও কারিগরী জ্ঞানে দেশজ টেকসই প্রযুক্তির সাথে প্রয়োগের মাধ্যমে আত্মস্থ করা।
  • শিক্ষিত বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর হওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করা।
  • নারীসমাজকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে ধ্যান-ধারনাগত পরিবর্তনে উৎসাহ যোগানো।
  • বর্তমানে ক্রমবর্ধমান চাহিদা এবং ভবিষ্যতের চাহিদা মোকাবেলার লক্ষ্যে কম্পিউটার দক্ষতার উন্নয়ন এবং  বহুমুখিকরন।
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক নারীবান্ধব উৎকর্ষতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করা।
  • প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন সহযোগী দেশীয় ও আন্তর্জাতিক এনজিও এবং ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে যোগাযোগ স্থাপন করা।

 কোর্সের বিবরণঃ

          কোর্সের নাম

বিবরণ

 

*** ইন্টার্ণীশিপ এর সুযোগঃ

প্রতি ব্যাচে ৩ জন করে (মাসিক ভাতা ১৫০০/- টাকা হারে)।

কর্মসংস্থানের সুযোগঃ(সরকারী ও বেসরকারী পর্যায়ে)

  • অফিস সহকারী  কাম কম্পিউটার টাইপিস্ট
  • ডাটা এন্টি অপারেটর
  • গ্রাফিক্স ডিজাইনার
  • ওয়েব ডেবেলপার / ডিজাইনার
  • অফিস সেক্রেটারী
  • অফিস সহকারী
  • প্রশাসনিক সহকারী
  • প্রাক- যোগ্যতা হিসাবে কম্পিউটার জ্ঞান সম্পৃক্ত অন্যান্য কর্মক্ষেত্র।

 

 

 

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান

 

প্রশিক্ষণের মেয়াদঃ

 ৬(ছয়) মাস। প্রতি বছর ২টি কোর্স( জানুয়ারী থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর)

সিলেবাস প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং সনদ প্রদানঃ

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, ঢাকা।

প্রশিক্ষণের সময়কালঃ ৩৬০ ঘণ্টা ( কম্পিউটার তাত্ত্বিক- ৬০ ঘণ্টা, ব্যবহারিক -২৪০ ঘণ্টা, বেসিক ইংলিশ- ৬০ ঘণ্টা।

ভর্তির যোগ্যতাঃ

কমপক্ষে এস এস সি / সমমান পরীক্ষার পাশ।

বয়স সীমাঃ

১৫ বছর হতে ৩৫ বছর পর্যন্ত(বিধবা স্বামী পরিত্যক্তা ইত্যাদি ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।

ভর্তি  ফিঃ

১০০০/- টাকা মাত্র(এককালীন)।

প্রতি ব্যাচে ভর্তির সংখ্যাঃ

প্রতি জেলা কেন্দ্রে ৪০ জন (সকাল শিফটে ২০ জন এবং বিকাল শিফটে ২০ জন)।

ক্লাসের সময়সূচীঃ

সকাল ৯.৩০ মি. থেকে ১২.৩০ মি. এবং বিকাল ২.০০ টা থেকে শিফটে ৫.০০ টা।

২য় ব্যাচে (জানুয়ারী – জুন,২০১৫) ভর্তি হয়েছেন মোট ৪০ জন।